টার্মস এবং কন্ডিশনস – Prop Firm Ask
আমাদের কোর্সে জয়েন করার আগে, এই শর্তাবলী সম্পূর্ণভাবে পড়ে নেয়ার জন্য অনুরোধ করছি।
১) অ্যাকাউন্ট ইনফোরমেশন: আপনার লগইন ইনফো (ইউজারনেম/ইমেইল এবং পাসওয়ার্ড) অন্য কারো সাথে শেয়ার করা যাবে না। এটি শুধুমাত্র আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য। শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় ব্লক হয়ে যাবে এবং আপনি Prop Firm Ask ওয়েবসাইটে লগইন করতে বা কোর্স দেখতে পারবেন না।
২) লগইন নিয়মাবলী: আপনি শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে লগইন করতে পারবেন। একাধিক ডিভাইসে লগইন অনুমোদিত নয়। কম্পিউটার থেকে লগইন করা উত্তম।
৩) আর্নিং ডিসক্লেইমার: Prop Firm Ask কোনো ইনকাম গ্যারান্টি দেয় না। আপনার আর্নিং নির্ভর করবে আপনার স্কিল, ডেডিকেশন এবং বাস্তবে কাজগুলো কতটা প্রপারলি প্রয়োগ করতে পারেন—তার উপর।
৪) ইনভেস্টমেন্ট ঝুঁকি: যেকোনো ব্যবসায়িক কার্যক্রমে ইনভেস্টমেন্ট ঝুঁকি থাকে। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন। আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে সৃষ্ট কোনো ক্ষতির জন্য Prop Firm Ask কোনোভাবে দায়ী থাকবে না।
৫) কোর্স মেটিরিয়াল: Prop Firm Ask-এর পূর্বানুমতি ছাড়া কোর্সের কোনো মেটিরিয়াল শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
৬) ভিডিও ডাউনলোড: অনুমতি ছাড়া ভিডিও ডাউনলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাইরেসি করলে Prop Firm Ask আইনগত ব্যবস্থা নেবে, কারণ সব কনটেন্ট কপিরাইট রেজিস্টার্ড।
৭) Discord সিক্রেট গ্রুপ রুলস: সেলফ প্রমোশন, আক্রমণাত্মক ব্যবহার বা কাউকে হেয় করা নিষিদ্ধ। করলে বিনা নোটিশে গ্রুপ থেকে ব্যান করা হবে।
৮) সাপোর্ট: সাপোর্ট পেতে Prop Firm Ask Discord সাপোর্ট গ্রুপে পোস্ট করতে হবে। আমরা পোস্ট ও লাইভ সেশনের মাধ্যমে সাপোর্ট দেবো। ব্যক্তিগত মেসেজ বা কল সাপোর্ট নেই।
৯) NID ভেরিফিকেশন: পাইরেসি প্রতিরোধে পেমেন্ট কনফার্ম হওয়ার পর আপনার NID সংগ্রহ করা হবে।
১০) সাপোর্ট সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাপোর্ট কার্যক্রম চলবে।
১১) টার্মস এন্ড কন্ডিশনস পরিবর্তন: Prop Firm Ask যেকোনো সময় শর্তাবলী পরিবর্তনের অধিকার রাখে।
১২) কোর্স কেনার শর্ত: আমাদের কোর্স কেনা মানে আপনি সব টার্মস পড়ে বুঝে সম্মত হয়েছেন।
রিফান্ড নীতিমালা:
১) কোর্স এনরোল করার পরে কোনো রিফান্ড নেই।
২) কোর্স রেকর্ডেড হওয়ায়, কেনার সাথে সাথে অ্যাক্সেস দেওয়া হয়—তাই রিফান্ড সম্ভব নয়।